নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের খড়কী এলাকায় পিতা-পুত্রসহ তিনজনকে মারপিটের ঘটনায় সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন খড়কী দক্ষিণপাড়ার আবুল কালামের ছেলে মনিরুল ইসলাম ।
আসামিরা হলোন খড়কী দক্ষিণপাড়ার লুৎফর রহমানের ছেলে খায়রুজ্জামান লিপ্টন ও সবুজ হোসেন, জিহাদ আলী গাজীর ছেলে রিন্টু গাজী, খলিলুর রহমানের ছেলে রিফাত হোসেন, রফিকের ছেলে লিপু, ইসমাইলের ছেলে ইমরান হোসেন এবং সাদেকের ছেলে রায়হান। পুলিশ লিপ্টনকে গ্রেপ্তার করেছে।
এজাহারে মনিরুল ইসলাম উল্লেখ করেছেন, গত ২ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে তিনি ও একই এলাকার বাবর আলীর ছেলে কালাম হোসেন মসজিদের আছরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের সাথে দেখা হলে তারা নানাভাবে গালিগালাজ করতে থাকে, হুমকিও দেয়। নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় আসামি লিপ্টনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কালামকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি নিষেধ করলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে তাদের মারপিট করে। লোহার রড দিয়ে বেদম মারপিট করে। এতে কালামের হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে যায়। এ বিষয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানিয়েছেন, এই মামলার প্রধান আসামি খায়রুজ্জামান লিপ্টনকে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খড়কী জেবিন মোড় থেকে আটক করা হয়।