নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে খড়ের গাদায় লুকিয়ে রাখা ২৯৯ বোতল ফেনসিডিলসহ সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার বেনাপোলের পুটখালী এলাকা উদ্ধারের পর থানায় মামলা হয়েছে। আটক সুমন ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।
র্যাব জানিয়েছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের শহিদুল্লাহ’র একতলা বিল্ডিং বাড়িতে অভিযান চালানো হয়। পরে শহিদুল্লাহ’র চাচাতো ভাই সুমন রহমানকে আটক করা হয়। এসময় সুমনের দেখিয়ে দেয়া মতে ওই বাড়ির সিড়ির ঘরের নিচে একটি খড়ের গাঁদার মধ্যে থেকে দুইটি বস্তা ভর্তি উদ্ধার করা হয়। পরে ওই বস্তা খুলে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।