নিজস্ব প্রতিবেদক
জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন যশোরের খাজুরা শিবের মোড়ের লিটম মহন্ত নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে একই এলাকার সিরাজুল ইসলাম ও তার ছেলে রাসেল এবং শিমুলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এরআগে এ বিষয়ে তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি বিষয়টি নিয়ে খাজুরা পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নিতে বলেছেন। কিন্তু ফাঁড়ি ইনচার্জ অভিজিৎ সিংহ রায় কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার সহজ সরল ভাইয়ের কাছ থেকে দুই শতক জমি কেনার সময় জালিয়াতির মাধ্যমে আরও তিন শতক জমি লিখে নেন। বিষয়টি জানতে পেরে তিনি আদালতে সিরাজুলের বিরুদ্ধে মামলা করেন। একই সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় আরেকটি মামলা করেন। এতে সিরাজুলসহ তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে লিটনের বাড়িতে হামলা ও মারপিট করে। এছাড়া জোরপূর্বক জমি দখল করে ঘরবাড়ি তৈরীর কাজ শুরু করে। এ বিষয়ে কোথাও অভিযোগ দিলে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। ওসি বিষয়টি নিয়ে খাজুরা পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু ফাঁড়ি ইনচার্জ অভিজিৎ সিংহ কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না। উল্টো দিনে ও রাতে পুলিশের সহযোগিতায় শিমুলসহ তার লোকজন লিটনের জমিতে ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন।
এ বিষয়ে ফাড়ি ইনচার্জ এসআই অভিজিৎ সিংহ পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগই দেয়া হয়নি বলে মন্তব্য করেন।