খাজুরা প্রতিনিধি
ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশ যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের প্রতারক তানজির মোল্য (৩০) ও তার স্ত্রী ভুয়া কনস্টেবল সুমি আক্তারকে (২৮) আটক করছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসে চাকরি দেয়ার নামে প্রতারণা, ভুয়া মামলা ও আইসিটি মামলা দেয়া এবং নিষ্পত্তির নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আত্মসাতের নির্দিশ অভিযোগের পর ঢাকা মেট্রোপলিটন এলাকার শাহজাহানপুর থানার গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে ভুয়া কনস্টেবল সুমি ও তার স্বামী প্রতারক তানজির মোল্যাকে বুধবার রাতে গ্রেফতার করে। সুমি আক্তার ও তার পিতার সেকেন্দার মোল্যা দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে আসছে।
ভুক্তভোগী মাগুরা জেলার চাপড়া গ্রামের জুয়েল রানার কাছ থেকে ৯ লাখ টাকা এবং অপর ভুক্তভোগী এমদাদুল হক মিলন এবং তার ভাগ্নে ইমরান খানের নামে ভুয়া আইসিটি মামলা দিয়ে তা নিষ্পত্তির নামে ৫ লাখ টাকা আত্মসাত করে। উভয় ঘটনায় থানায় অভিযোগ হলে ডিবি পুলিশ অভিযুক্তদেরকে আটক করে।