নিজস্ব প্রতিবেদক: চলাচলের রাস্তা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে যশোর সদরের খাজুরা হাসপাতালপাড়া গ্রামে আবুল কাশেম (৪৫) নামে এক গ্রাম্য ডাক্তারকে মারপিটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আবুল কাশেমের স্ত্রী মির জাহান মিথুন শুক্রবার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করেন। আসামিরা হচ্ছে খাজুরা হাসপাতাল পাড়ার রহিম মোল্লা (৩৫), আাব্দুর রউফ মুন্না (৪০), মাহাবুবুর রহমান (৪৫) ও নাসিমা বেগম (৫০)।
মামলায় বলা হয়েছে, সরকারি চলাচলের রাস্তা নিয়ে আসামিদের সাথে বাদীর পূর্ব শত্রুতা রয়েছে। একারণে আসামিরা বাদীসহ তার পরিবারের সদস্যদের মারপিট খুন জখমসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার পরিকল্পনা করে আসছে। এর জের ধরে ৫ মে সকালে জনসাধারণের চলাচলের সরকারি কবর স্থানের রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণ করতে চাইলে আবুল কাশেম প্রতিবাদ করে। এতে তারা গালিগালাজ করে কাশেমকে খুন করার উদ্দেশ্যে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে কাশেমের বড় ভাই শাজাহান মোল্লা (৬০), ছোট ভাই কামাল হোসেন (২৮) ও স্ত্রী মির জাহান মিথুনকেও মারপিট করা হয়। হামলার সময় আসামিরা আবুল কাশেমের কাছ থেকে ৩৫ হাজার টাকা ও গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে নেয়। কাশেমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় কাশেমের স্ত্রী মির জাহান মিথুন কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোর্কারম আলী জানান, মামলার আসামি এখনো আটক হয়নি। আসামি আটকের জন্য অভিযান অব্যাহত আছে।