নিজস্ব প্রতিবেদক
যশোরের খাজুরায় দোকানের সামনে ট্রাক রাখা নিয়ে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে ইয়ারুল ইসলাম (২৩) নামে এক গ্যারেজ মালিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে খাজুরা বাজার সংলগ্ন তাহের পেট্রোল প্যাম্পের পাশে। তিনি সদরের লেবুতলার তেজরোল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি রয়েছেন।
আহতের পিতা সাহেব আলী জানান, সকালে তার টায়ারের দোকানে লেবুতলার তেজরোল গ্রামের মারুফ হোসেনের ট্রাক নিয়ে এসে চাকার হাওয়া ও ফিল্টার চেক করায়। চেক করা শেষে দোকানের কর্মচারী সাকিব হোসেন ট্রাকটি সরিয়ে নিতে বলেন। এসময় তাকে কিলঘুষি মারে। বিষয়টি দোকানের মালিক সাহেব আলী ও তার ছেলেকে জানায় সাকিব। তারা মারুফের কাছে বিষয়টি জানতে গেলে সে ক্ষিপ্ত হন ও ইয়ারুলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশংকামুক্ত রয়েছেন।