আব্দুল্লাহ সোহান, মণিরামপুর: খাদ্য সংকটে পড়ে মণিরামপুরের লোকালয়ে চলে এসেছে কালো মুখো হনুমান। ২৫ জানুয়ারি প্রথম দেখা যায় হনুমান দলের। দলটি বিভিন্ন পাড়া-মহল্লা মাতিয়ে বেড়াচ্ছে ৮-১০টি হনুমান। যেখানে দেখা যাচ্ছে সেখানের ভিড় করছে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।
মণিরামপুর পৌরসভার পোস্ট অফিস পাড়ায় গেলে দেখা যায়, হনুমানের দলটি বিভিন্ন গাছের ডালে ও উঁচু জায়গায় উঠা-নামা করছে। মাটিতে নেমে আসলে কিংবা কোথাও বসে থাকলে হনুমানের খাবার দিচ্ছে সাধারণ মানুষরা।
সারাদিন গাছে কিংবা বাড়ির ছাদে থেকে মানুষের দেয়া রুটি, কলাসহ খাদ্য খেয়ে দিন কাটাচ্ছে কালোমুখো হনুমান দল। হনুমান দেখতে আসা সোহাগ হোসেন বলেন, পার্শ্ববর্তী কেশবপুর উপজেলায় দেখা যেত হনুমানগুলোকে। কিন্তু খাদ্যাভাবে তারা মণিরামপুরে চলে এসেছে।
মোহনপুরে চা দোকানী মনু বলেন, দীর্ঘদিন পরে হনুমানের দেখা মিলেছে আমাদের এলাকায়। তাই তাদেরকে তিনদিন ধরে সাধ্যমত খাবার খেতে দিয়েছি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বন-জঙ্গল উজাড় হয়ে যাওয়া আর খাদ্যাভাবের কারণে হনুমানগুলো বিভিন্ন ভাবে লোকালয়ে এসে পড়েছে। এছাড়া অভয়াশ্রমের একটি বড় কারণ হয়ে দাড়িয়েছে।