দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান (৫৮) ও অফিস সহায়ক মামুন ইসলাম মাওলার (৪৭) আকস্মিক মৃত্যুতে কলেজে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টায় কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত স্মরণসভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান (কালাম)।
শিক্ষকদের মধ্য স্মৃতিচারণ করেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আকবর আলী, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক শাহানুর রহমান, রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), শরীর চর্চা শিক্ষক শামছুল হুদা কবির খোকন ও প্রয়াত শিক্ষক মইনুদ্দিন খানের ভাই ফারুক হোসেন।
কলেজের রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র প্রভাষক আকবর আলী এবং গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
শেষে সদ্য প্রয়াত শিক্ষক মইনুদ্দিন খান, অফিস সহায়ক মামুন ইসলাম, অবসরপ্রাপ্ত অফিস সহকারী মরহুম ওয়াজেদ আলী সহ সকল মৃত ব্যক্তির মাগফিরাত কামনা ও কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান শচীন্দ্র নাথ মন্ডল ও অফিস সহকারী নূর মোহাম্মদে সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের প্রধান শেখ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস এম নাজিম উদ্দীন, কামিদুল হোসেন ও আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, মরহুম মইনুদ্দিন খানের সহধর্মিণী ও দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু, ছোট ভাই সিরাজুল ইসলাম, সন্তান শাহরিয়ার মাহমুদ সাগরসহ পরিবারের সদস্যবৃন্দ, মামুন ইসলাম মাওলার স্ত্রী ও দেবহাটা কলেজের আয়া সুফিয়া খাতুনসহ ২ সন্তান, কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।