বাগআঁচড়া প্রতিনিধি
ঝিকরগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর দুইটার দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা উপজেলার নন্দীডুমুর এলাকার আক্তারুল কবিরের মেয়ে। মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে।
সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, দুপুরে মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
