নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭৮ তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বাদ আছর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের মানবাধিকার ও আইনের শাসন পূনঃপ্রতিষ্ঠাসহ, বর্তমান ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তির সনদ যার হাতে তিনি হলেন খালেদা জিয়া। যে কারণে ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে প্রহসনের বিচারে অন্যায় ভাবে সাজা প্রদান করে। আজ দেশে বিচারের নামে নাটক মঞ্চস্থ হয়। বিচারকরা স্বাধীন ভাবে বিচার করতে পারেন না। সঠিক বিচার করলে সেই বিচারককে দেশ ছাড়তে হয়। বিচারের নামে এমনই একটি নাটক মঞ্চস্থ করে কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী
বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখে। আজ তিনি গুরুতর অসুস্থ, প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার কথা বললেও তাকে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মফিকুল হাসান তৃপ্তি, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।