খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আল আমিন (২৫) নামে বেসরকারি সিম কোম্পানি বাংলালিংকের এক কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন নগরীর বানরগাতী নবপল্লী এলাকায় থাকতেন। তার গ্রামে বাড়ি বাগেরহাটের চিতলমারী এলাকার হিজলা গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে স্ত্রী ও মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে শিববাড়ি মোড়ে সিম কোম্পানির অফিসের দিকে যাচ্ছিলেন আল আমিন। পথে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল নিয়ে গতিরোধ করে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।