খুলনা ব্যুরো
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সারাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের ওপর অসন্তুষ্ট। মানুষ মন থেকে দল দুটিকে চায় না। আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না।
শুক্রবার সকালে খুলনা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর ডাকবাংলো মোড়ে এই সম্মেলন হয়।
জাপা মহাসচিব বলেন, গত ৪টি নির্বাচনে আমরা আওয়ামী লীগকে সাহায্য করেছি। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, বঙ্গবন্ধুর দল। বিএনপিকে সমর্থন না করে আওয়ামী লীগকে সমর্থন করলে তারা সুশাসন কায়েম করবে, দুর্নীতি বন্ধ করবে, মানুষের কল্যাণ করবে, লুটপাট করবে না। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি।
সম্মেলনের উদ্বোধন করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাহিদুর রহমান টেপা। প্রধান বক্তা ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, উপদেষ্টা নাজনীন সুলতানা, জহিরুল হক জহির, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু।
সভাপতিত্ব করেন জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জাামান। সম্মেলনে বর্তমান সভাপতি শফিকুল ইসলাম মধু এবং সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানকে পুনরায় নির্বাচিত হন।
আরও পড়ুন:খুলনায় অব্যাহত থাকবে চিকিৎসকদের কর্মবিরতি, গণপদত্যাগের হুঁশিয়ারি