কল্যাণ ডেস্ক: খুলনায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় শান্তাহার থেকে ছেড়ে আসা একটি তেলবাহী খালি ট্রেনের পেছনের বগি (গার্ড রুম) লাইনচ্যুত হয়।
খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমদ ট্রেনের লাইনচ্যুত বগিটির উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী একটি খালি ট্রেনের পেছনে বগি (গার্ড রুম) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় লাইনচ্যুত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে বগিটি ফের লাইনের উপরে উঠানো হয়। ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, বিকাল ৪টায় খুলনা থেকে সাগরদাঁড়ি নামে একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। সোমবার সাপ্তাহিক ছুটি থাকায় সেটিও বন্ধ রয়েছে। ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে একাধিকবার মোবাইল ফোনে রিং দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ফোনটি বন্ধ করে দেন।
আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটির ৩ কর্মকর্তাকে বরখাস্ত
৪ Comments
Pingback: রূপগঞ্জে সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১ - Dainikkalyan
Hi,
I intend to contribute a guest post to your website that will help you get good traffic as well as interest your readers.
Shall I send you the topics then?
Best,
Peter Gill
Pingback: ব্রাহ্মণবাড়িয়ায় ঘোড়া দিয়ে জমিতে হালচাষ - দৈনিক কল্যাণ
Say Goodbye to Ad Campaign Headaches – with our 1-click AI solution
Try our High-Converting Ad Creator for 7 days with no cost obligations at http://www.ai-ads-creator.biz and get $500 in Google Ads credit!
You can opt out of your domain anytime
https://web-4u.org/optout/?site-dainikkalyan.com