এজাজ কায়েস, খুলনা ব্যুরো
প্রকৃতিতে বিরাজ করছে ঋতুরাজ বসন্ত, আর এই ঋতুকে ঘিরেই নগরীর আনাচে কানাচে ফুটেছে সূর্যমুখী, পলাশ, শিউলীসহ নানা ধরনের বাহারি ফুল। নগরীর শিল্পকারখানা এলাকায় পতিত জমি, বিভিন্ন সরকারি অফিস, রাস্তার পাশ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চত্বরসহ ব্যক্তিমালিকাধীন পতিত জমিতে দেখা মিলছে এসব ফুলের। সূর্যমুখী-সরিষার হলুদ আভার পাশাপাশি দৃশ্যমান শাক-সবজিও। কৃষি অধিদপ্তরের সহায়তা ও পরামর্শে খুলনার শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, সরকারি দপ্তরের কর্মচারী আর শিক্ষক-শিক্ষার্থীদের পরিচর্যায় জেলার অনেক পতিত জমিই এখন কৃষি অথনীতির বড় সম্ভবনায় পরিণত হয়েছে।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, জেলার নয়টি উপজেলাসহ শহরে ১০ হাজার ৯৭৫ হেক্টর অনাবাদি পতিত জমি আছে। ইতোমধ্যে এক হাজার চারশ’ ৩০ হেক্টর পতিত জমি চাষের আওতায় আনা হয়েছে। সেখানে শীতকালীন সবজি টমেটো, কপি, আলু, ভুট্টা, পেঁয়াজসহ নানা জাতের শাক উৎপাদন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারী-কর্মকর্তারা তাদের চাহিদা মিটিয়ে বিক্রি করে লাভবান হচ্ছেন।
এছাড়া বর্তমানে সূর্যমুখী ও সরিষার আবাদ করা হয়েছে। কিছু জমিতে রবি ফসল রোপণ করা হয়েছে। লাগানো হচ্ছে পেঁপে, তরমুজ, পটলসহ নানা রকমের ফল-ফসল। বোরো ধানও আবাদ করা হয়েছে বেশ কিছু স্থানে। আরও জানা যায়, ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ক্রিসেন্ট জুট মিলে ১২ বিঘা, খালিশপুর জুট মিলে ৩ বিঘা, দৌলতপুর ও প্লাটিনাম জুট মিলে ২ বিঘা, ইস্টার্নে ২০ শতক, আলিমে আড়াই বিঘা এবং স্টার জুট মিলের ১২ বিঘা জমি চাষের আওতায় আনা হয়। এসব জমিতে আলু, পেঁয়াজ, রসুন, ধনেপাতাসহ বিভিন্ন সবজি, তেল ও মসলাজাতীয় ফসলের আবাদ করা হয়। ফসল উত্তোলনের পরে তেলবীজ জাতীয় শস্যের চাষ করা হয়েছে। এর মধ্যে শুধু স্টার জুট মিলের কিছু জমিতে বোরো ধান চাষের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ের আফিল, মহসীন ও অ্যাজাক্স জুট মিলের পতিত জমিতেও সবজি ও তেলজাতীয় শস্যের চাষ শুরু হয়েছে।
আরও পড়ুন:ন ‘কাদাখোঁচা’র ব্যাতিক্রমী ভ্রমণ, নবীন-প্রবীণের কাদা মাখামাখি
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক বলেন, আমাদের স্কুলের অনেক পতিত জমি রয়েছে। যেখানে কোন দিন চাষ করা হয়নি। কৃষি দপ্তরের কর্মকর্তাদের সহায়তায় এবার সেখানে ডাটা শাক, পেঁয়াজ ও আলু রোপন করা হয়। সেই সাথে কিছু সবজি চাষ করা হয়। এই সবজি বাগান থেকে স্বল্প মূল্যে শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে বিক্রি করা হচ্ছে।
খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের মধ্যে পতিত জমির পরিমান দুই হেক্টর। পাটকলটির আবাসিক এলাকার ফাঁকা জমিতে সূর্যমুখীর বীজ চাষ করা হয়েছে। অন্য জমিতে সরিষাসহ বিভিন্ন রবিশস্য লাগানো হয়েছে।
ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান খান কামরুল ইসলাম বলেন, পাটকলের আবাসিক এলাকার ১২ বিঘা জমিতে চাষ করা হয়েছে। মিল চালু হলেও চাষাবাদে সমস্যা হবে না। এর বাইরে কারখানা এলাকায় ৩০০ পেঁপের চারা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে এক হাজার চারা লাগানো হবে। ফসল চাষের বিষয়টি মিলের কর্মকর্তা-কর্মচারীরা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। তাঁরা নিজেরাই চাঁদা দিয়ে প্রায় লাখ টাকার একটি তহবিল গঠন করেছেন। কৃষি বিভাগও সহায়তা করছে। উৎপাদিত ফসল তারা নিজেরাই কিনে নেবেন। তহবিল ঠিক থাকবে।
রূপসা উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান বলেন, এ উপজেলায় ৬১৯ হেক্টর পতিত জমি রয়েছে। তবে সব জমি চাষযোগ্য নয়। বিদ্যুৎ অফিস, হিমায়িত চিংড়ি ফ্যাক্টরী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানের ১৫ হেক্টর জমি চাষের আওতায় আনা হয়েছে। সূর্যমুখী, সরিষার, গমসহ বিভিন্ন ফসল লাগানো হয়েছে। এছাড়া পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে চাষাবাদে আগ্রহ সৃষ্টি করা হচ্ছে। বাড়ি বাড়ি যেয়েও প্রচারণা করা হচ্ছে। তবে বিভিন্ন উপজেলা থেকে মানুষ এখানকার চাষযোগ্য জমি কিনে ফেলে রেখে অন্যত্র বসবাস করেন। তাদের ফেলে রাখা জমিতে চাষ করা কঠিন হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোসাদ্দেক হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে পতিত জমিতে চাষের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে চাষাবাদের উদ্যোগ নেয়া হয়।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আবাদযোগ্য কোন পতিত জমি রাখা যাবে না। সেই মোতাবেক ইতোমধ্যে ১৩ শতাংশ জমি আবাদের আওতায় আনা হয়েছে। শিগগিরই শতভাগ পতিত জমি চাষের আওতায় আনা হবে।
আরও পড়ুন:তরুণীকে ভারতে পাচার করে হত্যার ঘটনায় তিনজন আটক
২ Comments
Pingback: হরিহর নদ দখলমুক্ত আন্দোলনকারীর উপর সন্ত্রাসী হামলা
Pingback: খুলনায় অব্যাহত থাকবে চিকিৎসকদের কর্মবিরতি, গণপদত্যাগের