খুলনা প্রতিনিধি
খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ৮৫৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করেন খুলনা থানার এসআই অজিত কুমার দাস।
মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরো ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখিত আসামিরা হলেন- মো. ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, মো. রাজু শেখ, আব্দুল হাই রুমি, ইশারাত ইসলাম, শেখ কামাল উদ্দিন, মো. জালাল হোসেন, দেলোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান, আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, তরিকুল ইসলাম জহির, মাহাবুব হাসান পিয়ারু, আব্দুল মান্নান মিস্ত্রী, মো. মাসুদ পারভেজ বাব, হেলাল আহম্মেদ সুমন, একরামুল হক হেলাল, মো. নাজমুল হুদা চৌধুরী সাগর, ইবাদুল হক রুবায়েত, মো. মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কিমিয়া সাদাত, শেখ সাদী, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী,
মো. ফরিদ মোল্যা, নাইম, গাউসুল গাউস, মো. রবি, মো. জামাল, খান জুলফিক্কার আলী জুলু, মো. নাছিম, আমিন, আসাদ মৃধা, টুকু, কবির ফরাজী, সেলিম হোসেন মন্টু, গাজী আফসার, শহীদ খান, বাদশা ইসলাম, সৈয়দ সাজ্জাদ হোসেন পরাগ, শেখ খায়রুল ইসলাম হিরু, শেখ জামাল উদ্দিন, নুর আলম নুরু, রিয়াজুল কবির, সোহেল, সৈয়দ মো. জুয়েল জুলু, রফিকুল ইসলাম শান্ত, মিজানুর রহমান বাবু, মো. দেলোয়ার হোসেন খান, শেখ মির্জা মাহামুদ, কাজী মো. মিজানুর রহমান, মো. আলামিন শেখ, মফিজুল সরদার (২), মাফিজুল ও শেখ মো. আব্দুল্লাহেল কাফি শখা, হুমায়ুন কবির পলাশ এবং মো. সাহিদুল ইসলাম।
এসআই অজিত জানান, ওই মামলায় এর মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
১ Comment
Pingback: গাংনীতে সহোদর হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড