খুলনা প্রতিনিধি
খুলনায় নিজ বাড়ির সামনে যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. আরিফ হোসেন খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) রাতে আরিফ হোসেনের বাবা সিআইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ দিকে ওই মামলায় এক যুবককে আটক করা হলেও তার পরিচয় জানা যায়নি।
নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে কুয়েট পকেটগেট এলাকার নিজ বাড়ির সামনে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে খানাবাড়ি ঈদগাহ ময়দানে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকাটি।
আরিফ হোসেন খানজাহান আলী থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে তিনি হেরে যান। এলাকায় আরিফের বেশ প্রভাব ছিল। তিনি বাবা-মা, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে কুয়েট পকেট গেটের খানাবাড়িতে বসবাস করতেন।

 
									 
					