খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে শনিবার দুপুরে ১৫টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কেএমপির লবণচরা থানা পুলিশ। আটকরা ঢাকার বাসিন্দা হলেন, চট্টগ্রামের ইমন বড়ুয়া ও কুমিল্লার আবুল হোসেন। তাদের বিরুদ্ধে আগেও একই অভিযোগে মামলা রয়েছে।
কেএমপির লবণচরা থানার অফিসার ইনচার্জ বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্টে নামেন চোরাকারবারি ইমন ও আবুল হোসেন। তাদেরকে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের জুতার মধ্য থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।