খুলনা ব্যুরো: খুলনায় ভাষা আন্দোলনের সামনের সারিতে থাকা নারী নেত্রী রোকেয়া খাতুন আর নেই।
শুক্রবার সকাল ৮টায় রাজধানীর বাড্ডার এ এন জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
রোকেয়া খাতুনের মেয়ে সানিয়া তাহমিনা বলেন, মা শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিক নানা জটিলতাও ছিল।
জুমার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে জানাজা শেষে রোকেয়া খাতুনকে তার স্বামীর কবরে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাদের মেয়ে।
মহিলা পরিষদের খুলনা জেলা শাখার সাবেক সভানেত্রী রোকেয়া খাতুন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নিজের জেলায়।
১৯৩৫ সালের ২২ ডিসেম্বর খুলনাতেই রোকেয়া খাতুনের জন্ম। ১৯৫৪ সালে ভাষাসৈনিক চিকিৎসক মাহবুবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান মনসুর হাবীব ও সানিয়া তাহমিনা পেশায় চিকিৎসক।