খুলনা প্রতিনিধি: খুলনায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে পাবজি গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের পা বিছিন্ন হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান। পা বিচ্ছিন্ন হওয়া জিহাদ (২০) নগরীর বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।
খুলনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ বলেন, জিহাদ খুলনা রেলওয়ে স্টেশনের পাশে রেললাইনে বসে পাঁচ বন্ধুর সঙ্গে মোবাইলে পাবজি গেমস খেলছিল। তখন পুরাতন স্টেশন থেকে একটি ইঞ্জিন নুতন স্টেশনের দিকে আসছিল।
‘ট্রেনের হুইসেল শুনে বন্ধুরা সরে গেলেও কানে হেডফোন থাকায় জিহাদ শুনতে পারেননি। এ সময় লাইনের ওপর থাকা জিহাদের বাম পা কাটা পড়ে।’
জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রেলওয়ে কর্মকর্তা।