নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বে অর্জন করেছে স্বাগতিক যশোর। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রানার আপ হয়েছে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে ও খুলনা বিভাগীয় সংস্থা এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
যশোর ৪৮টি পদক নিয়ে সেরা হয়েছে। এর মধ্যে স্বর্ণ ১৬টি, রৌপ্য ১৯টি ও ১৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে। দ্বিতীয় হওয়া কুষ্টিয়া ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক এবং তৃতীয় হওয়া নড়াইল জেলা ৪টি স্বর্ণ, ৫টি রোপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
খুলনা বিভাগের মেহেরপুর ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা বাদে অন্যান্য জেলার ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ ৮৫ জন পুরুষ ও ৩৫ নারীসহ ১৩০ জন অংশ নেন।
শনিবার দিনব্যাপী চলা এ প্রতিযোগিতার সমাপণী ঘটে সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাবীব উল্লাহ।
যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। বক্তব্য রাখেন দেশ তায়কোয়ানডো ফেডারেশনের কৌশলগত উন্নয়ন কমিটির উপদেষ্টা এ কে এম রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার সমন্বয়ক তবিবুর রহমান। বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 
									 
					