নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি ক্রিকেটার খোঁজার লক্ষ্যে গত বছর শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। ‘প্রথম মৌসুম’ সবার নজর কাড়ায় চলতি বছরও হচ্ছে ২০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টটি। বিপিএলের আগামী মৌসুমের ড্রাফটকে মাথায় রেখে ১৪ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির। ফাইনাল হবে ৩ অক্টোবর।
গত আসরের মতো এবারও খেলবে ৮টি দল। ঢাকা বিভাগের সঙ্গে থাকছে, ঢাকা মেট্রো, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। ভালো উইকেটের আশায় সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে রাজশাহী ও বগুড়াকে। বিপিএলের গত আসরের ফিক্সিং কা-ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উঠে এসেছে। জানা গেছে অনেকের নামের পাশে লাল দাগও দিয়েছে বিসিবির সবশেষ রিভিউ কমিটি।
অভিযোগ থাকলেও তাদেরকে এনসিএল টি-টোয়েন্টি খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি। কদিন আগে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, পুরোপুরি প্রমাণ না হওয়া পর্যন্ত তাদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। পাশাপাশি অভিযুক্তদের শাস্তি দিতে আরও একটি কমিটি গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড। এদিকে এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এশিয়া কাপ থেকে ফিরে বিশ্রাম নিয়েই ঘরোয়া টুর্নামেন্ট খেলতে নামবেন লিটন দাসরা।
এবারের খুলনা বিভাগীয় দলে সুযোগ পেয়েছেন যশোরের দুই ক্রিকেটার উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামান ও বাঁহাতি স্পিনার টিপু সুলতান। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার সাকিব। এছাড়া খুলনা বিভাগীয় দলের প্রধান কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান ও বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।
এনসিএল টি-টোয়েন্টির ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ
ঢাকা বিভাগ : রনি তালুকদার, জিসান আলম, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, তাইবুর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, রায়ান রাফসান রহমান, সুমন খান, রিপন ম-ল, আনামুল হক, নাজমুল ইসলাম অপু, সালাহউদ্দিন সাকিল। স্ট্যান্ডবাই : ফয়সাল আহমেদ রায়ান, আশিকুর রহমান শিবলি, মেহেদী হাসান সোহাগ, নিলয় মাহমুদ, তৌফিক আহমেদ, সাইফ হাসান।
ঢাকা মেট্রো ঃ নাইম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, গাজী তাহজিবুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি, মারুফ মৃধা, শহিদুল ইসলাম। স্ট্যান্ডবাই ঃ আরাফাত সানি, আল আমিন জুনিয়র, আইচ মোল্লা, সালাউদ্দিন সৌরভ, নুহায়েল সানদিদ, তাসকিন আহমেদ।
সিলেট বিভাগ ঃ জাকির হাসান, মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, তৌহিদুল ফেরদৌস জাভেদ, মুবিন আহমেদ দিশান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাবিল সামাদ, নাইম হোসেন সাকিব, আবু জায়েদ রাহি, শাহানুর রহমান, ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ।
স্ট্যান্ডবাই ঃ তৌফিক খান তুষার, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল হাসান রিহাদ, ওয়াসিফ আকবর, মহিউদ্দিন তারেক, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, নাসুম আহমেদ।
বরিশাল বিভাগ : ইফতেখার হোসন ইফতি, রাফসান আল মাহমুদ, জাহিদুজ্জামান খান সাগর, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন ইমন, মইন খান, শামসুল ইসলাম অনিক (উইকেটকিপার), সোহাগ গাজী, শেখ অন্তর, তানভীর ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, জিহাদুল হক জিহাদ, রুয়েল মিয়া, মইনুল ইসলাম, মেহেদী হাসান। স্ট্যান্ডবাই ঃ সাইফুল ইসলাম মহিন, ইসলামুল আহসান আবির, মোহাম্মদ মানিক ও হাফিজুর রহমান।
রংপুর বিভাগ : অনিক সরকার শাতু, মীম মোসাদ্দেক, তানভীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, আনামুল হক আনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি। স্ট্যান্ডবাই ঃ লিয়ন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
রাজশাহী বিভাগ : নাজমুল হোসেন শান্ত, হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন, সাব্বির রহমান, মেহরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা। স্ট্যান্ডবাই ঃ রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়।
চট্টগ্রাম বিভাগ : সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, সৈকত আলী, মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরি, ইরফান শুক্কুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল হাসান রোহান, হাসান মাহমুদ, আহমেদ শরিফ, মেহেদী হাসান রানা, ফাহাদ হোসেন, রুবেল। স্ট্যান্ডবাই : জিল্লুর রহমান বিজয়, ইরফান হোসেন, শামীম মিয়া, মেহেদী হাসান, কফিল উদ্দিন।
খুলনা বিভাগ : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, ইমরানুজ্জামান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, অভিষেক দাস, জায়েদ উল্লাহ, আব্দুল হালিম, ইয়াসিন মুনতাসির। স্ট্যান্ডবাই ঃ শাহরিয়ার সাকিব, মাসুম খান টুটুল, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, তানভীর হোসেন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী।