নিজস্ব প্রতিবেদক
‘বন্ধুত্বের বন্ধনে মানবিকতা’ এই স্লোগান নিয়ে বিগত দুই বছর ধরে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলছে একদল মানবিক বন্ধু। স্বপ্ন বন্ধু শব্দটির সঠিক প্রয়োগ। আনন্দে না হোক বিপদে যেন সবার আগে ছুটে আসে এই বন্ধুরা। সেই প্রত্যয় নিয়ে যশোরে মিলনমেলা ও সদস্য সংগ্রহ করেছে এসএসসি-৯৫, এইচএসসি-৯৭ ফাউন্ডেশন। রোববার শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটির হলরুমে খুলনা বিভাগের মানবিক বন্ধুদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করে ফাউন্ডেশন। এসময় বিভিন্ন জেলার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম সুজন জানান, বাংলাদেশের সর্ব প্রথম ব্যাচ ভিত্তিক সংগঠন এটি। এসএসসি-৯৫, এইচএসসি-৯৭ ফাউন্ডেশন শুধুমাত্র বন্ধুদের কল্যাণে কাজ করছে না। ফাউন্ডেশনটি দেশের যেকোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, সারা দেশ থেকে আমাদের মানবিক বন্ধুরা যে আর্থিক সহযোগিতা পাঠায় সেই টাকা দিয়ে অসুস্থ এবং গরীব বন্ধুদের কল্যাণে কাজ করছি আমরা। এছাড়াও ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে বন্ধু আশ্রম তৈরি করার। যেখানে বৃদ্ধ বয়সে বন্ধুরা স্বেচ্ছায় এই আশ্রমে এসে বসবাস করবে। আবার ফিরে যাবে তারুণ্যের সেই দিনে। আড্ডা, গান আর আনন্দে পার করবে জীবনের শেষ সময়টুকু।
সরকারিভাবে অনুমোদিত এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, বন্ধুদের মাঝে এখনো যারা স্বাবলম্বী হতে পারেনি এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। এছাড়াও অর্থের অভাবে অনেক বন্ধু চিকিৎসা করতে পারেন না। সেইসকল বন্ধুদের আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এছাড়াও আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়েছেন তাদের পরিবারের সদস্যদের জন্য রয়েছে স্বাবলম্বী প্রজেক্ট ‘সুপ্রিয়’। এই প্রজেক্টের মাধ্যমে মৃত বন্ধুর পরিবারের একজন সদস্যকে তার চাহিদা অনুযায়ী একটি ব্যবসা প্রতিষ্ঠান করে দেয়া হয়।
শৈশবে বন্ধুত্বের কোন রঙ না থাকলে বয়সের সাথে সাথে প্রিয় বন্ধুরা বিচ্ছিন্ন হতে থাকে।
প্রয়োজনের তাগিদে হারিয়ে যায় রঙিন সেই সম্পর্ক। তবে কখনো কখনো বিচ্ছিন্নভাবে আবার দেখা হয় এই বন্ধুদের তখন হয়তো কেউ কেউ সমাজের প্রতিষ্ঠিত মানুষ আবার কেউ জীবনযুদ্ধের তলানিতে পড়ে গেছে। ওই সকল বন্ধুর জন্য সামর্থবান বন্ধুরা কিছু করতে পারে সেই প্রত্যয় নিয়ে ২০২১ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন প্রীতেশ তালুকদার।
