নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগে গত বছর (২০২২ সালে) ৫৮০ জন এইচআইভি পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ৪৪০ জন নিয়মিত ওষুধ সেবন করছে। গতকাল সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা, এইচআইভি সনাক্তকরণ ও চিকিৎসা সেবা সম্পর্কিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
কর্মশালায় বলা হয়, খুলনা বিভাগের মধ্যে এইচআইভি পজিটিভ রোগী সবচেয়ে বেশি যশোরে। ভারতীয় ট্রাক চালকরা বেনাপোল বন্দর দীর্ঘদিন ধরে মালামাল খালাস করতে অবস্থান করেন। সেখানে অবাধ যৌনমিলনের কারণে তারা এ রোগ ছড়াচ্ছে বলে তথ্য মিলেছে। এছাড়া যশোর জেলায় রয়েছে পতিতা পল্লী। এ থেকেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু যৌনচার থেকেই এইচআইভি ছড়াচ্ছে এমন নয়; আক্রান্ত মানুষের রক্ত গ্রহণ ও একই ইনজেকশন ব্যবহারের মাধ্যমেও এটা সুস্থ মানুষের দেহে প্রবেশ করতে পারেন।
কর্মশালার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ। বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কবির উদ্দিন আহম্মেদ, জেলা স্বাচিপের সদস্য সচিপ ডাক্তার গোলাশ মোর্তুজা, হাসপাতালের মনরোগ বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল বাতেন। অনুষ্ঠানের শুরুতে এইচআইভি এইডসের কারণ, প্রতিকার, সেবা, পরীক্ষা পদ্ধতির উপরে প্রজেক্টরের মাধ্যমে বিশাদ আলোচনা করেন হাসপাতালের এইচআইভি এইডসের কোঅডিনেটর সুদেব বিশ্বাস। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপশহর ইউনিয়ন পরিষদের মেম্বার এহসান সুজন, যায়যায়দিনের যশোরস্থ স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মিলন, সাংবাদিক এস হাসমী সাজু, হাসপাতালের ওয়ার্ড মাস্টার কাজল। অংশ গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চিকিৎসকরা।