নিজস্ব প্রতিবেদক
যশোরের স্বাস্থ্যবিভাগ জেলার প্রতন্ত্যাঞ্চলে সাধারণ রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় এবার খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিভিল সার্জন কার্যালয় নির্বাচিত হয়েছে। ২০২৩ সালের জনস্বাস্থ্য কার্যক্রম ও উদ্ভাবনী কার্যক্রমের উপর বিবেচনা করে বিভাগের ১০টি জেলার মধ্যে যশোর স্বাস্থ্য বিভাগকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। একই সাথে খুলনা বিভাগে হাসপাতাল হিসাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শ্রেষ্ঠ হাসপাতাল হিসাবে নির্বাচিত হয়েছে।
রোববার বছরের শেষ কর্মদিবসে আয়োজিত খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা প্রদান করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মনজুরুল মুরশিদ। এসময় সভাকক্ষে ১০ জেলার সিভিল সার্জন ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বধায়ক ডা. হারুন অর রশীদসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো পাওয়া। এ সম্মাননা পাওয়াতে আমাদের কাজের স্পৃহা আরও বাড়বে। এছাড়াও আমার স্টাফরা উৎসাহিত হবে। ভবিষ্যতে আরও ভালোভাবে আমাদের স্বাস্থ্য বিভাগের যে দায়িত্ব আছে আমরা পালন করবো। জেলার স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই সাফল্যের অংশীদার জেলার প্রত্যেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, সারা জেলায় কর্মরত চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদেরকে।
একই সাথে গত একবছরে বিভাগের ১০টি জেলার শ্রেষ্ঠ হাসপাতাল হিসাবে নির্বাচিত হয়েছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাসপাতালের তত্ত্বধায়ক ডা. হারুন অর রশীদ হাসপাতালের চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের সহযোগিতায় হাসপাতালটিকে আরও এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকার ব্যক্ত করেছেন।