নিজস্ব প্রতিবেদক
অপরাধ দমনে খুলনা বিভাগের সেরা জেলা নির্বাচিত হয়েছে যশোর। জেলা পুলিশ সুপারসহ চারজনকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। যশোর পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
অপরাধ দমন কর্মকা- পর্যালোচনায় যশোর জেলা পুলিশ খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় রেঞ্জ ডিআইজির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়াও যশোর জেলার আরও চার পুলিশ কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন। এরা হলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, এসআই মফিজুল ইসলাম, এসআই ঝন্টু কুমার বসাক ও এসআই আজাদুল ইসলাম।
সভায় ডিআইজি মঈনুল হক উপস্থিত খুলনা রেঞ্জের অধীন পুলিশ সুপারদেরকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন,
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার, জয়দেব চৌধুরী, হাসানুজ্জামান প্রমুখ। এসময় খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপাররা অংশ গ্রহণ করেন।
