মুহাদ্দিস শাফিউর রহমান আফসারী ॥ মাহে রমজানুল মোবারক। আচ্ছালাম মাহে রমজান।স্বাগতম মাহে রমজান। মারহাবা অশুকরান ফি শাহরী রমাজানুল মোবারক। মাহে রমজান আজ আবার আমাদের দুয়ারে হাজির। আল্লাহর বান্দাহদের জন্য জান্নাতকে সুসজ্জিত করার মাস আজ সমাগত। আমরা আজ উপযুক্ত সম্মান দিয়ে মাহে রমজানকে বরণ করে নেব। আমরা নিজেরা পরিবারের সকলকে নিয়ে আল্লাহর এ গুরুত্বপূর্ণ ফরজ রোজা রাখব এবং ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের সবখানে মাহে রমজানের পবিত্রতা আমরা যে কোন মূল্যে সংরক্ষন করব। রোজার আদবের প্রতি লক্ষ্য রাখব এবং দিন-রাত আমরা আল্লাহর রহমত প্রত্যশার মধ্যে দিয়ে অতিবাহিত করব। প্রকৃতপক্ষে মাহে রমজানের পবিত্রতা ও গাম্ভির্যতা রক্ষা করা প্রতিটি মুসলমানেরই ঈমানী দায়িত্ব। আল্লাহর নবী (স:) রমজানের মাস আসলে খুব বেশী করে ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহর রাসুল (স:) আরো এরশাদ করেন ,রমজান মাসের আমলকে আল্লাহ তায়ালা দশ গুন থেকে সাত শত গুন পর্যš বৃদ্ধি করে থাকেন। একটি হাদিসে রাসুল (স:) এরশাদ করেন,আল্লাহ তায়ালা বনী আদমের নেক আমলকে সাত শত গুন পর্যš বৃদ্ধি করেন কিন্তু রমজান তার ব্যতিক্রম, কেননা রমজান সম্পর্কে আল্লাহ তায়ালা হাদিসে কুদসীতে এরশাদ করেন ,‘আচ্ছাউমু লী অ-আনা আযঝি বিহী’অর্থাৎ রোজা শুধু আমার জন্য আর আমিই রোজাদারের পুরস্কার দান করব। হাদিসে আরো এরশাদ করা হয়েছে ,রোজাদারের পুরষ্কার আমি আল্লাহ তায়ারা নিজ হাতে দান করব। উক্ত হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা তাঁর রাসুলকে জানিয়ে দিয়েছেন ,হে রাসুল (স:) আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন,আপনার রোজাদার উম্মতদের জন্য পূরষ্কার আমি আল্লাহ তায়ালা নিজেই। অর্থাৎ রোজাদার বান্দার জন্য আল্লাহই পুরষ্কার। আর রমজান হলো আল্লাহর অসংখ্য নেয়ামতে ধন্য ও রহমত,বরকত ও মাগফিরাতের বাণীতে শিক্ত । আল্লাহ তায়ালা আরো বলেন,রোজা একজন রোজাদারকে তাকওয়ার বা খোদাভীরু তার পথে অগ্রসর করতে পারে যদি উক্ত রোজাদার রোজার হক আদায় করে রোজা পালন করতে পারে। পবিত্র রমজান আমাদের মাঝে আসলে সমাজ জীবনেও একটা পবিত্রতার ছোয়া দেখা যায়। মাহে রমজান আসলে আমরা আল্লাহর ইবাদতে বেশী করে মাশগুল থাকি এবং আল্লাহর ভয়ে সকল প্রকার গোনাহ থেকে আমরা যথাসাধ্য বিরত থাকি। আমাদের সর্বদা মনে রাখতে হবে রোজা আমাদের জন্য একটা মহা নেয়ামত। আর আল্লাহর দেয়া এই মহা নেয়ামতকে আমাদের অবশ্যই এই মাহে রমজানে কাজে লাগাতে হবে। তাকওয়ার ঈমান লাভ করাই হলো রোজার সবচেয়ে রড় উদ্দেশ্য। আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তো রোজার আগমন। রোজা শুধুমাত্র না খেয়ে উপবাস পালন করার নাম নয়। এ ব্যপারে আল্লাহর রাসুল (স) এ হাদিসটি এরশাদ করেন, হযরত আবু হুরাইরা (রা:) হতে বর্নিত আছে,তিনি বলেন,রাসুল্ল্লুাহ (স:) বলেছেন, যে রোজাদার ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না তার খানাপিনা ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই-(বুখারী) । এ হাদিস থেকে স্পষ্ঠ জানা যাচ্ছে যে, রোজা শুধু খানাপিনা ত্যাগ করার নাম নয়। রোজার একটা উদ্দেশ্য আছে । আর রোজার সেই উদ্দেশ্য সর্ম্পকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে এরশাদ করেন, ‘ইয়া আয়্যুহাল্লালিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাজিনা মিন ক্ববলিকুম লায়্ল্লাাকুম তাত্তাকুন’। অর্থাৎ ‘হে ঈমানদার বান্দারা ! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে,যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর ,যেন তোমরা তাকওয়া বা খোদাভিরু তা অর্জন করতে পার। তাহলে দেখা যাচ্ছে যে, আল্লাহ তায়ালার দেয়া রোজার আসল উদ্দেশ্যই হচ্ছে খোদাভিরু তা অর্জনের এক মিশন। আর এ মিশন সফল হবে যদি আমরা রোজার প্রকৃত হক আদায় করে রোজা পালন করতে পারি। রোজা যে তাকওয়া অর্জন উদ্দেশ্যে সেই তাকওয়া আসলে কি? হযরত উমর (রা:) একবার হযরত উবায় ইবনে কাব (রা:)কে জিঙ্গাসা করলেন, তাকওয়া আসলে কি? তিনি উত্তরে বললেন,হে উমর কাঁটা যুক্ত পথে অতি সর্তকতার সাথে পথ চলাই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়ার সকল শয়তানী মত পথ বাদ দিয়ে শয়তানের সব চক্রাš ব্যর্থ করে আল্লাহর পথে নিজের জীবন পরিচালনা করাই হলো তাকওয়া। তাইতো আল্লাহ পাক বলেন,যদি খোদাভীরু তা অর্জন না করা যায় ,আল্লাহর প্রিয় না হওয়া যায় তবে এমন রোজাদার ব্যক্তির শুধু খানাপিনা ত্যাগে আল্লাহর কিছু আসে যায় না বা আল্লাহর এমন রোজাদারের কোন প্রয়োজন নেই। আর মনে রাখতে হবে রোজাদারের জীবনে রোজার প্রকৃত উদ্দেশ্যে সাধনে ব্যর্থ হলে রোজারও আসল আহকামই ব্যর্থ হয়ে গেল। আর এ ব্যপারে সতর্ক করার জন্যই রাসুল (স) এরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে কারো জীবনে যেন রমজানের ফজিলাত,রহমত,বরকত ও মাগফিরাতের উদ্দেশ্য বা আহকাম ব্যর্থ না হয়। হযরত ওবাদাহ বিন সামেত হতে বর্ণিত হাদিসে রাসুল (স) আরো এরশাদ করেন, আমার উম্মতের মধ্যে ঐ ব্যক্তি হতভাগা যে রমজান মাস পেয়েও আল্লাহর রহমত হতে বঞ্চিত থাকল।
সর্বশেষ
- যশোরে জাতীয় পার্টির মনোনয়ন লড়াইয়ে উত্তাপ, ছয় আসনে ১৫ প্রার্থী
- নির্বাসনের অবসান, প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণ
- ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ডিবির জালে শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আকুল
- ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- চৌগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী গ্রেফতার
- বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য : পররাষ্ট্র উপদেষ্টা
- বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ