সফিয়ার রহমান: বেলাশেষের খ্যাতিমান ঔপন্যাসিক বেদুঈন সামাদ। তিনি যখন ক্লাস টেনে পড়েন তখন আমাদের দেশে দুর্ভিক্ষ নেমে আসে। সেই ১৯৪৩ সালের কথা। ঔপন্যাসিক বেদুঈন সামাদের মন বিচলিত হয়ে উঠল। অসহায় মানুষের আহাজারিতে মন কেঁদে উঠল। স্কুল ছাড়লেন তিনি। গড়ে তুললেন লঙ্গরখানা। বাড়ি বাড়ি গিয়ে তুললেন মুষ্টিভিক্ষা। সব বাড়িতে হাহাকার। কে দেবে চাল। তাই বেদ্ঈুন সামাদ মায়ের চোখ ফাঁকি দিয়ে রাতে ভাঁড় থেকে চাল চুরি করে লঙ্গরখানা চালাতেন।
বেদুঈন সামাদ ১৯৪৬ সালে বহরমপুর কে এন কলেজ থেকে আইএ পাশ করেন। দীর্ঘ ২৩ বছর পুলিশের চাকরি করেন। তিনি প্রমাণ করেন ইচ্ছে থাকলে উপায় হয়। ১৯৬৯ সালে খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে পঞ্চম স্থান অধিকার করে বিএ পাস করেন। ’৭১ এর যুদ্ধের কারণে ‘ল’ পাস করা সম্ভব হয়নি।