নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলা গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সরাসরি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ টি ওয়ার্ডের ৪৫৯ জনের মধ্যে ৪২৫ জন সরাসরি এ ভোটে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ফল ঘোষণা করেন। সভাপতি পদে সোহেল খান, সাধারণ সম্পাদক পদে আবদুল মাজিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় অন্য দুই জন সদস্য হলেন, কাজী আজম ও আনিসুর রহমান মুকুল। সকাল ১০ টা থেকে বিকেল ৩ টাকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
১১ ইউনিয়নের মধ্যে গতকাল দ্বিতীয় ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে।