নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন কার্যক্রম পরিচালনা করায় আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর সহকারী জজ আদলতে মামলা করেছেন শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার আসাদুজামান মিঠু। বাদী মিঠু যশোর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও দি নিউ স্টার ক্লাবের সভাপতি। বিচারক (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারি জজ সুজাতা আমীন আদেশের জন্য রোববার দিন ধার্য করেছেন।
বিবাদীরা হলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সভাপতি ও জেলা প্রশাসক, সভাপতি ও জেলা প্রশাসক, সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি যশোর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনির্বাহী কমিটির ক্ষমতা গ্রহন করে। চারবছর মেয়াদি বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২১ ফেব্রুয়ারি।
জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ি কমিটির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে কার্যনির্বাহি কমিটির সভায় কাউন্সিললের বিষয় নির্ধারণ উল্লেখ করে সভা আহ্বান করতে হবে। সেই সভার সাতদিনের মধ্যে সাধারণ সম্পাদক ১৫ দিনের নোটিশে কাউন্সিলরের নাম চেয়ে চিঠি প্রদান করিবেন। কিন্তু গঠনতন্ত্র উপেক্ষা করে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার ২১ আগে (৩০ জানুয়ারি) সাধারন সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে ক্লাব প্রতিনিধি নাম চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে। যার চিঠি ৬ ফেব্রুয়ারি পেয়েছেন বাদী। যা গঠনতন্ত্রের ২৬.১, ২৬.২, ২৬.৩ ধারার পরিপন্থি। কিন্তু বিবাদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিধি বিধান উপক্ষো করে নির্বাচন কমিশন গঠন করেন ও ভোটার তালিকা প্রস্তুত করেন নাই। এমন অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নাধীন নির্বাচন সম্ভব নয় বলে মিঠুসহ এএফএম মঈনুদ্দিন রোম, আনিসুজ্জামান পিন্টু, আব্দুল মান্নান, এসএম শামীম এজাজ, আকসাদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
হাইকোর্টোর নির্দেশনা থাকা সত্ত্বেও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির বার্ষিক সাধারণ সভা না করায় তার বিরুদ্ধে আদালত অবনামনা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মামলার বাদী আসাদুজামান মিঠু।