নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে যশোরে শোভাযাত্রা বের হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠনটির যশোর জেলার আয়োজনে প্রেস ক্লাব যশোরের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, সহভূমি ও পুনর্বাসন সম্পাদক এবি এম আশিকুর রহমান, যুব অধিকার পরিষদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান, শ্রমিক অধিকার পরিষদের সহ প্রচার সম্পাদক জি এম রাজু, গণঅধিকার পরিষদের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জয়, যুগ্ম সদস্য সচিব শান্ত খান। আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, শাওন হুসাইন, আজমীর হোসেন, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শেখ, ছাত্র অধিকার পরিষদ যশোরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
