নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে চলতে পারে না। সরকার এখন গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। জননেতা তরিকুল ইসলামের স্মরণসভায় ড. খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন। স্মরণসভায় তিনি প্রধান অতিথি ছিলেন। রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
তিনি আক্ষেপ করে বলেন, দেশ ধংসের কিনারে চলে গেছে। অর্থনীতি হুমকির মুখে। ডলার সংকটের সাথে আমদানি জ্বালানি আর বিদ্যুৎ সংকটের ভয়বহতা প্রকট হয়েছে।
আওয়ামী লীগ ৭৫ সালে গনতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। সেই ধারাবাহিকতায় ভোট চুরি, ডাকাতি করে ক্ষমতায় এসে গণতন্ত্র ধংস করেছে। গণতন্ত্রের মাথা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে দেশে ফিরায়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার ক্ষেত্র তৈরি করতে হবে। আর এই ক্ষেত্রগুলো তৈরি করতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যারা দেশে গণতন্ত্রকে হত্যা করেছে; তারা সহজে গণতন্ত্র ফিরেয়ে দিবে না। তাই দেশের সকল সেক্টরে মানুষকে মুক্তি দিতে গণতন্ত্র হরণকারী সরকারকে উৎক্ষাত করতে আন্দোলন বেগবান করতে হবে।
জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশর কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ নিস্পেশিত হয়ে যাচ্ছে। তার পরেও বর্তমান সরকারের কিছু যায়-আসেনা। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না।
বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি বলেন, তরিকুল ইসলাম ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের নেতা। মৃত্যুর আগ পর্যন্ত কাজ কর্মে তিনি এটাই প্রমাণ করে গেছেন। তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন মানুষের কল্যাণের প্রতি। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে, সংশয়-সংকটে তিনি কাছেই ছুটে যেতেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট,সাতক্ষীর, ঝিনাইদহ ও যশোর জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খুলনা বিভাগীয় বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, খুলনা বিএনপির সহ সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আহমেদ আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, সাতক্ষীরা বিএনপির আহ্বায়ক অ্যাভোকেট সৈয়দ ইফতেখার আলী, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। স্মরণসভা উপলক্ষে সকাল থেকে যশোরের বিভিন্ন উপজেলা থেকে জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সভাস্থলে যোগদেন। এছাড়া স্মরণসভায় যশোর বিএনপিসহ খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ খুলনা বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।