কল্যাণ ডেস্ক
গণপরিবহনে নারী আসন ৩০ শতাংশ ও সড়ক নীতিমালা কার্যকর করার দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শান্তি সড়ক সমাবেশে’ এই দাবি তোলা হয়।
সমাবেশে সেভ দ্য রোডের নেতারা অনতিবিলম্বে বাস-ট্রেন-লঞ্চ ও প্লেনে নারীদের জন্য ন্যূনতম ৩০ শতাংশ নারী আসন নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে সড়ক নীতিমালা কার্যকরের জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী-সচিব-বিআরটিএ চেয়ারম্যানসহ সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, গণপরিবহনে নারী ধর্ষণের যতগুলো ঘটনা ঘটেছে, একটির বিচারও আজ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ হয়নি, যে কারণে নির্মম বাস্তবতার মুখোমুখি হচ্ছেন আমাদের মা-বোনেরা।
আরও পড়ুন: পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে কেন বিস্ফোরণ: স্বরাষ্ট্রমন্ত্রী