মণিরামপুর প্রতিনিধি
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনের দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ, উঠান বৈঠকসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের প্রচার-প্রচারণা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী।
প্রতিদিনই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার রাজগঞ্জ বাজারে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা লিফলেট বিতরণ করেন।
এসময় এস এম ইয়াকুব আলী বলেন, অতীতের ন্যায় আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা উন্নয়ন অগ্রগতিতে মণিরামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, সহ-সভাপতি মিকাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, আওয়ামী লীগ নেতা আবুল বাসার, মশিউর রহমান, আতিয়ার রহমান, মশিউর রহমান, জয়নাল ফকির, মনির হোসেন, রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহুল আমিন মঞ্জু, সহ-সভাপতি মাহাবুর রহমান, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ।
