নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কের গদখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ফার্মেসি থেকে জরুরি চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় সড়কটিতে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
আহতরা হলেন শার্শার বাগআঁচড়ার নয়ন (২৬), সাতক্ষীরার শ্যানগর উপজেলার ধুমঘাট গ্রামের মৃত গৌরপদর ছেলে পরিতোষ (৪৩), কলারোয়ার মন্টুর ছেলে হীরা (৩৬), শার্শার সাতমাইল গ্রামের অহেদ আলীর ছেলে কিতাব হোসেন (৫৫), একই গ্রামের সমেদ আলীর ছেলে ট্রাকহেল্পার আবু সাঈদ রনি (৩৯), বেনাপোলের কাজীরবেড় গ্রামের বুলবুল আহমেদ’র ছেলে পিকুল, যশোর সদরের জোতরহিমপুর গ্রামের আনার আলীর ছেলে তানজিল (১৭) ও একই গ্রামের জাকির হোসেনের ছেলে শুভ (১৮) ও খুলনার তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান (৫০)।
ট্রাক হেলপার আবু সাঈদ জানান, যশোর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ ১১০০৭৯)। অন্যদিকে বেনাপোল থেকে যশোরের দিকে আসছিল গরুবাহী ট্রাক (যশোর ট ১১১৩১৩) গদখালী মন্দিরের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাসকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের দুই চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, বিকেলে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।