নিজস্ব প্রতিবেদক ও ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ৫শ’ বছরের প্রাচীন গদখালী সার্বজনীন কালি মন্দিরে চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় টাকা, স্বর্ণালংকার, বিভিন্ন মালামালসহ অন্তত দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে, মন্দিরে চুরির ঘটনা জানাজানি হলে সকাল থেকেই ভক্তরা মন্দিরে ভিড় জমাতে থাকে। ঘটনাস্থলে আসেন যশোর জেলা ও ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তারা এই ঘটনার দ্রুত সমাধান ও দোষীদের গ্রেপ্তার দাবি করেন।
মন্দিরের পুরোহিত কিংকর চক্রবর্তী জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মন্দির তালাবন্ধ করে বাড়িতে যান। রাতে মন্দিরের পেছনের অংশে দুটি স্টিলের দরজা বাঁকা করে চোর ভেতরে ঢোকে। এসময় প্রনামী বাক্সে থাকা টাকা, পানির মটর, সোনার টিপ, নাকের সোনার নথ, দুই জোড়া রুপার নুপুর, রুপার মাদলি, সোনার কড়া, পিতলের ঝাজ চুরি হয়ে যায়।
মন্দিরের সভাপতি সঞ্জিবন ভদ্র জানান, এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে আবারও চুরি হয়েছে, এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মন্দিরে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গদখালি কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুভাস ভক্ত বাবুল জানান, আনুমানিক ১৪৬২ খ্রিষ্টাব্দের দিকে এ কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতি শনি ও মঙ্গলবারে বহু ভক্তের সমাগম হয়। কয়েকশ বছর ধরে প্রতি বছর বাংলা সনের পৌষ মাসের আমাবস্যা তিথিতে তিনদিনের জন্য শুরু হয় পৌষমেলা।