এম আর মাসুদ, ঝিকরগাছা
ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী রেলস্টেশনটি চালু করতে ‘দাবি সমাবেশ’ করা হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে গদখালী পুরাতন স্টেশনে রেললাইনের পাশে এ সমাবেশ করা হয়। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ঘণ্টাব্যাপী সমাবেশে এলাকার পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় জনগণ সংহতি প্রকাশ করে কর্মসূচিতে মিলিত হয়। সমাবেশ অবরোধে রূপ নিলে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসটি গদখালীতে দাঁড়িয়ে যায়।
সমাবেশে স্টেশনটি চালুসহ ছয়দফা দাবি করা হয়। তারমধ্যে পদ্মা সেতু প্রকল্পে যশোর-বেনাপোল, দর্শনা-যশোর রুটে দুটি এবং উত্তরবঙ্গে একটি নিয়মিত রেল চালু করা। ফুল ও সবজি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেলবগি (ভ্যান্ডার) চালু করতে হবে। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে কম রাখতে হবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা টিকেট প্রাপ্তির বিকল্প ব্যবস্থাসহ নিম্ন আয়ের জনগণের জন্য আলাদা বগি ও দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল রেললাইন জরুরি ভিত্তিতে দিতে হবে।
দাবি সমাবেশে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব রুহুল আমিন, সদস্য জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশীদ, গদখালী বাজার কমিটির পক্ষে ডাক্তার কামাল হোসেন, গদখালী ফুল চাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সেলিম রেজা, স্বজন চক্রের নির্বাহী পরিচালক সুভাস ভক্ত বাবুল, শিক্ষক আতাউর রহমান প্রমুখ। পরিচালনা করেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মীর ফারুক আহম্মদ।
বক্তারা বলেন, ফুলের রাজধানীতে উৎপাদিত ফুল যথাসময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাসময়ে পৌঁছানোর জন্য গদখালী স্টেশনটি চালুর বিকল্প নেই। এলাকার উৎপাদিত ফুল ও কৃষিপণ্য পরিবহনের জন্য স্টেশনটি চালুর জন্য কর্মসূচি অব্যাহত রাখতেও ঘোষণা করা হয়। আজ যেভাবে গদখালী স্টেশনে থামলো প্রতিদিন সেভাবে এই স্টেশনে ট্রেন থামার দাবি করা হয়।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তবে এতে সমাধান না হলে রেলমন্ত্রী ও সচিবের নিকট স্মারকলিপি দেওয়া হবে বলে জানান। এরপরও স্টেশন চালু না হলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়াসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।