ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক ও দুই শিক্ষার্থী এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন । গত শনিবার রাত এগারোটায় নির্বাচিত শিক্ষকরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তুরস্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। এছাড়াও গত ৬ মার্চ ইবির দুই গবেষক শিক্ষার্থী তুরস্কে পৌঁছেছেন।
রবিবার (১৩ মার্চ) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪ মার্চ থেকে এ সফরের মূল কার্যক্রম শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া শিক্ষার্থীরা সেখানে তিন মাস গবেষণা কার্যক্রম চালাবেন।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন সূত্রে, এ প্রকল্পের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষাদান ও প্রশিক্ষণ কর্মশালা থাকবে। শিক্ষাদান কার্যক্রমে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও আইসিটি বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মনিরুজ্জামান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম।
ট্রেনিং প্রোগ্রামে থাকবেন ইইই বিভাগের প্রফেসর ড. রুহুল আমিন ভূইয়া, প্রফেসর ড. মাঞ্জারুল আলম এবং গণিত বিভাগের প্রফেসর ড. আসাদুজ্জামান। গবেষক শিক্ষার্থীরা হলেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতোকোত্তর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আঞ্জুমানারা জান্নাতি নূর ও অর্থনীতি বিভাগের স্নাতোকোত্তর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম, পাঠদান, গবেষণার ক্ষেত্র এবং তাদের ও আমাদের শিক্ষার্থীরা কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এ বিষয়টি এক্সচেঞ্জ হবে। এতে করে আমাদের একাডেমিক এক্সেলেন্সি বৃদ্ধি পাবে।’