নিজস্ব প্রতিবেদক
পুরোপুরি গরম পড়েনি। গরম পড়ার আগেই যশোরে শুরু হয়েছে লোডশেডিং। প্রতিদিন কয়েক দফা লোডশেডিং করা হচ্ছে। এতে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন যশোরের বাসিন্দারা। তীব্র গরম না পড়তেই এ পরিস্থিতিতে জনমনে বাড়ছে ক্ষোভ। তবে বিদ্যুৎ বিভাগ বলছে সংস্কার কাজ করার কারণে লোডশেডিং করা হচ্ছে। আসন্ন রমজানে লোডশেডিং বাড়বে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভর করছে।
শহরের বেজপাড়া মেইন রোডের মুদি দোকানি রফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে লোডশেডিং হচ্ছে। দিনে কয়েক বার থাকছে না বিদ্যুৎ। সামনে রজমান মাস, তখন পরিস্থিতি কি হবে কে জানে।
বকচর হুশতলার গোলাম মোস্তফা বলেন, গত কয়েকদিন ধরে দিনে গরম পড়ছে বেশ। এতে সবাই ফ্যান চালাচ্ছে। আবার লোডশেডিংও হচ্ছে।
যশোর-খুলনা রোডের মোটরপার্টস ব্যবসায়ী রেজোয়ান আহমদ জানান, প্রতিদিন কয়েকবার বিদ্যুৎ থাকছে না। গেলে কমপক্ষে ২০ মিনিট থাকছে না। একই রোডের ইউনাইটেড ফুয়েল পাম্পের মালিক রিয়াজ উদ্দিন জানান, আমাদের কারখানা বিদ্যুৎ চালিত। কয়েকবার লোডশেডিং হওয়ার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। আবার যারা গাড়ির পাম্প নিয়ে দূর-দূরান্ত থেকে আমাদের কাছে আসছেন তারাও বিরক্ত হচ্ছেন।
আরও পড়ুন:প্রযুক্তির নতুন যুগে বেনাপোল ইমিগ্রেশন
যশোর বিসিকের এনায়েত ইঞ্জিনিয়ারিং কারখানার মালিখ আক্তার হোসেন বলেন, গরম পুরোপুরি না পড়তেই শুরু হয়েছে লোডশেডিং। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার বিদ্যুৎ থাকছে না। এতে আমাদের উৎপাদনে ব্যাঘাত ঘটছে।
ওজোপাডিকো যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গেল ফেরুয়ারি মাসের তুলনায় চলতি মাসের শুরুতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। দিনে গরম পড়ার কারণে অফিসগুলোতে এসির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আবার বাড়িতেও বেড়েছে বিদ্যুৎ ব্যবহার।
এব্যাপারে ওজোপাডিকো যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আমাদের এখন প্রতিদিন পিকআওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে ৪২ মেগাওয়ার্ট। প্রায় পুরোটাই পাচ্ছি। আমাদের নিয়মিত এলাকাভিক্তিক সংস্কার কাজ করতে হচ্ছে, যে কারণে কাজ করার সময় ওই এলাকায় বিদ্যৎ ব্যবহার বন্ধ রাখতে হচ্ছে। তবে আসন্ন রমজানে পরিস্থিতি কি হবে তা নিয়ে চিন্তিত রয়েছি। কেননা রমজানে শীতাতপ ব্যবহার বেড়ে যায়।
আরও পড়ুন:যশোরে ৫০ গৃহহীন পরিবারের স্বপ্ন পূরণ
২ Comments
Pingback: নবজাতককে অপহরণের পর মুক্তিপণ দাবি, দম্পতি আটক
Pingback: মুক্তেশ্বরী নদী রক্ষায় আন্দোলনে নামছে নাগরিক অধিকার