নিজস্ব প্রতিবেদক
যশোরে একজন নারী উদ্যোক্তার উদ্যোগে অসহায় মানুষের মাঝে অর্ধেক মূল্যে ৭টি খাদ্যপণ্য বিক্রি করা হয়েছে।
যশোর পুলিশ লাইন স্কুল এলাকায় ‘গরিবের সুপারশপ’ নামে একটি অস্থায়ী দোকান খুলে তিনি এ খাদ্যপণ্য বিক্রি করছেন।
নারী উদ্যোক্তা সালমা খাতুন জানান, তার মেয়ের নামে প্রতিষ্ঠিত জান্নাত ফাউন্ডেশনের মাধ্যমে গরিবের সুপারশপ নামে এ অস্থায়ী দোকান দিয়েছেন তিনি। দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে নিম্ন আয়ের মানুষের অবস্থার কথা চিন্তা করে তিনি ৭টি পণ্য বিক্রি করছেন। তার দোকানে প্রতি কেজি আলু ২০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, মুড়ি ২০ টাকা, চিড়া ২০ টাকা, আধাকেজি সয়াবিন তেল ৪০ টাকা, মসুর ডাল ৩০ টাকা ও ৪টি ডিম ২০ টাকা দরে বিক্রি করছেন। প্রতিদিন ৫০ জন স্বল্প আয়ের মানুষ তার এ পণ্য কিনতে পারবেন।
এদিকে বাজারে থেকে অর্ধেক মূল্যে খাদ্যপণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বল্প আয়ের ক্রেতারা।