বাজারদর থেকে কেজিতে দশ থেকে পনেরো টাকা কমিয়ে বিক্রি
রায়হান সিদ্দিক: ৭০ টাকার ছোলা ৬০ টাকা, ৮৫ টাকার চিনি ৭০ টাকা, ৫৫ টাকার বেশন ৪৫ টাকা রমজান উপলক্ষে এমনি ভিন্ন আয়োজন করেছেন যশোরের উপশহর বি ব্লক বাজারের মুদি ব্যবসায়ী সৈয়দ মুনছুর আলম। বৃহস্পতিবার তার ব্যবসা প্রতিষ্ঠান ফাহিম এন্টারপ্রাইজে দেখা মেলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাজার দামের থেকে কমদামে পণ্য কিনছেন।
উপশহর এফ ব্লকের বাসিন্দা শিউলি বেগম জানান, রমজানের সময় বাংলাদেশে ব্যবসায়ীরা সকল পণ্যের দাম বাড়িয়ে দেয় যার কারণে নি¤œ আয়ের মানুষেরা চরম বিপাকে পড়েন। যখন সবাই অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়াচ্ছে তখন ফাহিম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সৈয়দ মুনছুর আলম নি¤œ আয়ের মানুষের কথা চিন্তা করে আট থেকে দশটি পণ্যের দাম বাজারদর থেকে কেজিতে দশ থেকে পনেরো টাকা কমিয়ে দিয়েছেন। এতে করে এই এলাকার নি¤œ আয়ের মানুষেরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।
একই এলাকার বাসিন্দা মিল্টন শেখ পেশায় রিকশা চালক। টিসিবির পণ্য তার ভাগ্যে না জুটলেও লোকমুখে খবর পেয়ে এসেছিলেন মুনছুর আলমের দোকানে। ছোলা, চিনি, মুড়িসহ রমজানের প্রয়োজনীয় পণ্য কিনেছেন। তিনি জানান, লোকমুখে শুনেছি এই দোকানে কম দামে বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে তাই এসেছিলাম। বেশ কিছু পণ্য কিনেছি; দামও অনেক কম। সবাই যদি এমন মানবিক হতো তাহলে আমরাও সুখে থাকতে পারতাম।
রমজান উপলক্ষে এই দোকানে মিলছে ছোলা, বেশন, চিনি, বুটের ডাল, চিড়া, মুড়ি, রুহ আফজা, ডাবরি বুট, মুগের ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি পণ্যে কেজি দরে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বাজার দরের থেকে কম রাখা হয়েছে। এতে করে নি¤œ আয়ের মানুষ প্রয়োজন মতো ক্রয় করতে পারছেন। তবে এই অফারের আওতায় একটি পরিবার প্রতিটি পণ্য সর্বোচ্চ এক কেজি করে ক্রয় করতে পারবেন। একবার ক্রয় করে আবার তিনদিন পর ক্রয় করতে পারবেন বলে জানান মুনছুর আলম।
ব্যবসায় ক্ষতি হবার সত্ত্বেও এমন উদ্যোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যবসা তো সারা বছরই করি। একটা মাস অন্তত সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এমন উদ্যোগ নেয়া। তাছাড়া আমরা দেখেছি রমজান মাস আসলে সারা বিশ্বে পণ্যের দাম কম থাকলেও বাংলাদেশে সকল পণ্যের দাম হু-হু করে বেড়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় এমন অমানবিক কাজ করে। এতে করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ে যায়। এমন উদ্যোগ সকল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদও বলতে পারেন। তিনি আরও জানান, উদ্যোগটি নেয়ার পর থেকে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। অনেক নি¤œ আয়ের ক্রেতারা ক্রয় করার পর মন থেকে দোয়া করেছে এটাই আমার মনের শান্তি। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই বিশেষ অফারটি চলবে ঈদুল ফিতর পর্যন্ত।