নিজস্ব প্রতিবেদক
যশোরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। শুক্রবার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর মাঠ এ প্রতিযোগিতায় যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার গরুর গাড়ি অংশ নেয়। বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।
দুপুর পার না হতেই মানুষের ঢল নামে যশোর সদর উপজেলার গ্রামের মাঠে। শীতের দুপুরে রোদের দাপট না থাকায় দীর্ঘ সময় দাঁড়িয়েই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখায় মেতে ওঠেন নানা বয়সী পুরুষ ও নারীরা।
স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শকরা উপভোগ করেন এ গরুর গাড়ি দৌড়।
যুবসমাজকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি বিনোদন দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু, আলী হোসেন প্রমূখ।
প্রাথমিক পর্যায়ের দৌড় শেষে ৬টি দলকে তুলে আনা হয় মূল প্রতিযোগিতায়।