নিজস্ব প্রতিবেদক
যশোরে চুরি করার সময় অসাবধানবশত বুড়ো আঙ্গুল কেটে পড়ে গিয়েছিল এক চোরের। সেই আঙ্গুল উদ্ধার করে ফিঙ্গার প্রিন্টের (বায়োমেট্রিক পরীক্ষা) মাধ্যমে চোর সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোর। অভিযুক্ত ব্যক্তি মনসুর আলী তালুকদার (৫৪)। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চাড়িয়া কালিবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের একরাম তালুকদারের ছেলে।
পিবিআই যশোর সূত্র মতে, মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আনিছুর রহমান খানের চারটি গরু চুরি হয়ে যায়। তার চারটি গরুর মূল্য ৫ লাখ টাকা। আনিছুর রহমান এক পর্যায়ে ঘুম থেকে উঠে বাইরে গেলে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে হা-হুতাশা শুরু করেন। এসময় লক্ষ্য করেন সেখানে একজনের বুড়ো আঙ্গুল কাটা পড়ে রয়েছে। এ আঙ্গুলটি তিনি উদ্ধার করে যশোর পিবিআইতে জমা দেন। একই সাথে গরুর মালিক কোতয়ালি থানায় বুধবার একটি মামলা করেছেন। এঘটনায় মনসুর আলী তালুকদার ছাড়াও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, গরু চুরির আগে চোর চক্রের সদস্যরা গ্রিল কাটেছিল। সেসময় একজনের আঙ্গুল কেটে পড়ে যায়। যা নিয়ে তারা পিবিআই অফিসে আসেন। পরে পিবিআই ফিঙ্গারের বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তি মনসুর আলী তালুকদার (৫৪)। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চাড়িয়া কালিবাড়ি গ্রামে।
