নিজস্ব প্রতিবেদক: গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোরের বাঘারপাড়ার ভদ্রডাঙ্গার মামুদ রানা মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, দাঁদপুর গ্রামের আবু মুছার মেয়ে বাদীর স্ত্রী শিমলা খাতুন ও ভদ্রডাঙ্গা গ্রামের শামীম হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, সাত বছর আগে মাসুদ রানার সাথে শিমলা খাতুনের বিয়ে হয়। চাকরির সুবাদে তিনি স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুর কালিয়াকোরের চান্দুরা এলাকায় বসবাস করেন।
শিমলা খাতুন দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে। এ খবরের পর শিমলা বাসায় গচ্ছিত দুই লাখ টাকা ও যাবতীয় গহনা নিয়ে চলে আসে। প্রতিনিয়ত শিমলার সাথে তার স্বামী মাসুদ রানার মোবাইলে কথাবার্তা হত। গত ২৪ ডিসেম্বর মাসুদ রানার শ্বশুর-শাশুড়ি ফোন করে জানায় শিমলা আসামির শামীম হোসেনের সাথে পালিয়ে গেছে।
যাওয়ার সময় তার দেয়া টাকা-গহনা ও বাড়ি থেকে আরও টাকা চুরি করে নিয়ে গেছে। খোঁজাখুজির একপর্যায়ে শিমলার সন্ধান পেলেও তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলেছে বলে মাসুদ রানা জানতে পারে। অবশেষে মাসুদ রানা ওই দুইজনের বিরুদ্ধে গর্ভের সন্তান হত্যা ও ব্যাভিচারের অভিযোগ এনে মামলা করেছেন।