নিজস্ব প্রতিবেদক
যশোরের নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এক কেজি দুইশ’ দশ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। তারা হচ্ছে শহরে ৪নং ওয়ার্ড গাজীর ঘাট রোডের (আয়শা পল্লী) আবু দাউদ মসলেম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মোমিনুর রহমান মোহন, যশোর সদর থানার (হোন্ডিং নং ৬০) হাসেম আলী বাড়ির ভাড়াটিয়া রফিকুল গাজীর ছেলে সুমন গাজী ও যশোর শহরের রেলস্টেশন এলাকার আজিজুল হাওলাদারের ছেলে আলামিন হোসেন ওরফে আলাউদ্দিন হাওলদার। তাদের রোববার দুপুরে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্র মতে, শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার কচুয়া নরেন্দ্রপুর ব্রিজ সংলগ্ন মেইন রাস্তার উপর থেকে আলামিন হোসেন ওরফে আলাউদ্দিন হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা শনিবার বিকেলে সদর উপজেলার মোমিন নগর নওদাগ্রাম এলাকায় হাসেম গাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে সুমন গাজীকে আটক করে। এসময় তার সহযোগী সদর উপজেলার ১০৫ বোলপুর মধ্যপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ওবায়দুল পালিয়ে যায়। আটক সুমন গাজীর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।