কল্যাণ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শাম্মি আক্তার (২৪) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে তার সন্তান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা গেট নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাম্মি আক্তার উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের স্বপ্নিল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, শাম্মি আক্তার সন্তানকে কোলে করে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি ট্রাক শাম্মি আক্তারকে ধাক্কা দেয়। এতে তার কোলে থাকা শিশুটি রাস্তায় ছিটকে পড়ে। আর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাম্মি আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, চালক ট্রাক রেখে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:‘হয় বাঁচবো, না হয় মরবো’