নিজস্ব প্রতিবেদক
যশোরে বনজ গাছ কেটে নেয়া ও ফল চুরি করতে বাধা দেয়ায় জমির মালিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় এক দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের লিয়াকত আলী খানের ছেলে শাহিন আক্তার কোতোয়ালি থানায় এ অভিযোগ করেন। অভিযুক্ত একই গ্রামের রুহুল মোল্যা ও তার স্ত্রী টুম্পা বেগম।
অভিযোগে শাহিন আক্তার জানিয়েছেন, সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের বাঁশতলা এলাকায় তার স্ত্রী মুসলিমা খাতুনের নামে ৩৮ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে বেশ কিছু ফলদ ও বনজ গাছ রোপণ করেছেন তিনি। কিন্তু ওই জমিতে জোর করে বসবাসকারী রুহুল মোল্যা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার বনজ গাছ ও ফল চুরি নিয়ে যান। বিষয়টি জানতে পেরে গত ৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ওই জমিতে গিয়ে গাছ কাটা ও ফল চুরির বিষয়টি বুঝতে পারেন। এসময় গাছ কাটা ও ফল কেন চুরি করা হচ্ছে রুহুল মোল্যার কাছে জানতে চান শাহিন আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে রুহুল ও তার স্ত্রী ঘর থেকে গাছি দা এনে শাহিন আক্তারকে হত্যার চেষ্টা করে। পরে শাহিন আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় গত সোমবার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন শাহিন আক্তার।