কল্যাণ ডেস্ক
গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে ছবি থেকে লেখা অনুবাদ করতে পারবেন। গুগল লেন্সের ওসিআর প্রযুক্তি এখানেও ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ক্রোম বা যেকোনো ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে গেলে ওপরে বাম দিকে ‘ইমেজ’ বাটনটি দেখা যাবে। আগে শুধু টেক্সট, ডকুমেন্টস ও ওয়েবসাইট অপশন ছিল। অপশনটি নির্বাচন করে কম্পিউটারে থাকা কোনো ছবি আপলোডের পর সাধারণ টেক্সটের মতো লেখা আসবে। ওয়েব ইন্টারফেসে ব্যবহারকারীরা অনুবাদ হওয়া ছবি ডাউনলোড করতে পারবেন বা শুধু লেখা কপি করে নিতে পারবেন।
বর্তমানে ১১৩টি সোর্স ভাষা ও ১৩৩টি ডেসটিনেশন ভাষায় এ ফিচার ব্যবহার করা যাবে। অনুবাদের ফলাফলের নিচে ‘লেন্স ট্রান্সলেট’ লেখাটি দেখা যাবে।
সম্প্রতি, মিটিংয়ের কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা নিয়ে আসে গুগল মিট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু অনলাইন মিটিংয়ের কথোপকথনের ক্যাপশন ও সারসংক্ষেপ পাওয়া যেত গুগল মিটে। তবে এবার কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা এনেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি। এ সুবিধা পেতে গুগল মিটে ভিডিও ধারণের আগেই অনুবাদের ভাষা নির্বাচন করে দিতে হবে।
১ Comment
Pingback: স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ মুছে ফেলার সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে