নিজস্ব প্রতিবেদক: যশোরে এক গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সদর উপজেলার রূপদিয়া হাটবিলায় বেসরকারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড মুরাদ হোসেনের গৃহপরিচারিকা অভিযোগকারী। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ অর্থের বিনিময়ে এ ধরনের নেক্কারজনক ঘটনাটি ধামাচাপা দেয়ার পায়তারা চালাচ্ছে একটি চক্র। এ নিয়ে ভুক্তভোগী ওই গৃহপরিচারিকা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামে। সিকিউরিটি গার্ড মুরাদ হোসেন জনৈক মিলন শেখের বাড়ির ভাড়াটিয়া। নির্যাতিত কিশোরী গার্ড মুরাদের বাসায় গৃহপরিচারিকা হিসাবে কাজ করতো।
সে জানায় তার বাসায় গৃহপরিচারিকা হিসাবে কাজ শুরু করে। এরপর থেকে লম্পট মুরাদ প্রায় উত্ত্যক্ত করে আসছিলো। ৫-৬ দিন আগে জাপটে ধরে খারাপ কিছু করতে গেলে আমি ছুটে বাসায় এসে আমার পরিবারের লোকদের ঘটনা টা খুলে বলি। এ ঘটনার পর থেকে আমি ওই বাসায় আর কাজে যাইনে। এখন মুরাদ ও তাদের লোকজন আমাকে হুমকি-ধামকি প্রদর্শন করছে।
এ বিষয়ে টিকে গ্রুপের ম্যানেজার বাবর আলী বলেন, যেহেতু বিষয়টা ফ্যাক্টরির বাইরের, সেহেতু আমার কিছু বলার নেই ।
নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির এসআই সুপ্রভাত জানান, বিষয়টি আমার জানা নেই ।