নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে রেশমা আক্তার (৩০) নামে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখম করেছেন তার স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানা এলাকার বাগে জান্নাত মসজিদের পাশে। তিনি বেনাপোলের কাগজপুকুর এলাকার জাফর আহম্মেদের স্ত্রী।
আহত রেশমা জানান, তাদের দম্পত্য জীবনে তারা অখুশি। ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা এমনকি মারামারির পর্যায়ে চলে যেত। যা তিনি একাধিকবার থানায় অভিযোগ জানান। মীমাংসা করার চেষ্টা করে পুলিশ। তবে পুরোপুরি সমাধান হয়নি। ঘটনার দিন রাতে তাদের মধ্যে ফের তর্কতর্কি হয়। এরই একপর্যায়ে তার স্বামী জাফর তাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকে তার স্বামী জাফর পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
