নিজস্ব প্রতিবেদক: যশোরে এক গৃহবধূকে যৌন নীপিড়নের অভিযোগে কৌশিক বিশ^াস নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই গৃহবধূ শনিবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়। আসামি কৌশিক বিশ^াস মন্ডলগাতি গ্রামের পশ্চিমপাড়ার রনজিত বিশ্বাসের ছেলে।
বাদী মামলায় বলেছেন, গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমানোর জন্য যায়। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই গৃহবধূ ঘরের বাইরে টয়লেটের কাছে যাওয়া মাত্র কৌশিক বিশ^াস তাকে জোর পূর্বক যৌন নীপিড়নের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে ঘর থেকে তার স্বামীসহ আশপাশের লোকজন এসে কৌশিক বিশ্বাসকে আটকের পর থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তাকে আটক করে।